সারাহ রিসোর্ট- ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে রিসোর্টে ঘুরতে গিয়ে মদ পান করে তিনজনের মৃত্যু ও ১৩ জন অসুস্থ হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। গত সোমবার (১ ফেব্রুয়ারি) অজ্ঞাতনামা ব্যক্তিকে ভেজাল মদ সরবরাহে অভিযুক্ত করে শ্রীপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নয়ন ভূঁইয়া মামলাটি দায়ের করেন। 

মামলার বিবরণে জানা গেছে, গত ২৮ জানুয়ারি শ্রীপুর উপজেলার রাজাবাড়ী এলাকার পাবুরচালা সড়কের ওই রিসোর্টে ঢাকার ফোরথট পিআর এশিয়া টেক্সফার্ম থেকে ৪৩ জনের একদল কর্মী অবকাশ যাপন করতে আসেন। সেখানে তারা ৩০ জানুয়ারি পর্যন্ত অবস্থান করেন। অবস্থানকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি অবকাশ যাপনে আসা ব্যক্তিদের ভেজাল মদ ও খাদ্য সরবরাহ করেন। সেগুলো খাওয়ার পর কমপক্ষে ১৩ জন অসুস্থ হয়ে পড়েন। ৩০ জানুয়ারি দুপুর ১২টায় তারা রিসোর্ট ত্যাগ করেন। গুরুতর অসুস্থদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

তাদের মধ্যে রোববার (৩১ জানুয়ারি) সকালে শিহাব জহির রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে এবং কায়সার আহমেদ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান। আর সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে শরীফ জামান নামে আরেকজনের মৃত্যু হয়। তবে মামলায় কেবল শিহাব জহির নামে একজনের মৃত্যু এবং ১২/১৩ জন অসুস্থ হওয়ার কথা বলা হয়েছে। 

মামলার বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, ভেজাল মদ সরবরাহে জড়িতদের খোঁজে অভিযান চলছে। তাদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

মিল্টন খন্দকার/আরএআর