প্রচণ্ড শীতে উষ্ণতা ছড়িয়ে দিল রাজশাহী নগর পুলিশ। নগরীর কাশিয়াডাঙ্গা, কর্ণহার ও দামকুড়া থানা এলাকার ৫০০ জন দুস্থ, প্রতিবন্ধী ও অসহায় শীতার্ত মানুষ পেল পুলিশের শীতবস্ত্র।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

এ সময় নগর পুলিশ কমিশনার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে আরএমপি। তারই ধারাবাহিকতায় দুস্থ, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।

এর আগে নগরীর কাশিয়াডাঙ্গ থানার পূর্ব রায়পাড়ায় কেশবপুর পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন আরএমপি কমিশনার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপ-কমিশনার (সদর) রশীদুল হাসান, উপ-কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, উপ-কমিশনার (কাশিয়াডাঙ্গা) মনিরুল ইসলাম প্রমুখ।

নগর পুলিশ সূত্রে জানা যায়, কেশবপুর পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকায় ৩৫ হাজার মানুষের বাস। তা ছাড়া এলাকাটি পদ্মা নদীর তীরবেষ্টিত। পদ্মার পশ্চিমে ভারতীয় সীমান্ত। চোরাচালান, মাদকদব্য, ইভ টিজিং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে আসছে কেশবপুর পুলিশ ফাঁড়ি।

এত দিন রাজপাড়া এলাকায় অবস্থিত ভবনে থেকে ফাঁড়ির কার্যক্রম চালানোয় আওতাধীন গুড়িপাড়া, রায়পাড়া, মুন্সিপাড়া, হড়গ্রাম কাঁচা বাজার, হড়গ্রাম স্বর্ণকার পাড়া, সায়েরগাছা, বসরী, চালনা সাঁকো, পোড়াপাড়া, গোলজারবাগ এলাকাগুলোয় আইনশৃঙ্খলা রক্ষায় বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। ফাঁড়ি স্থানান্তরে জনগণের দোরগোড়ায় পৌঁছে গেল পুলিশ।
 
ফেরদৌস সিদ্দিকী/এনএ