সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ নিহত ২
নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনতলা ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে। ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন রামারবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রামারবাগের সোলাইমান ও সাঈদ খানের ৩য় তলা ভবনের নিচতলার সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৪জন আহত হলে তাদের সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় জিসান (৯) ও রাজ্জাক(৩২) মারা যায়। আহত দুজন হলেন শাকিব (১০) ও সাঈদা (৩৫)।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই বাড়ির পাশ দিয়ে একটি গলি সড়ক ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের দেয়াল ঘেঁষে মেইন রোডে গিয়ে মিলেছে। সেই গলি সড়ক দিয়ে মেইন রোডের দিকে কয়েকজন পথচারী যাচ্ছিলেন। হঠাৎ সেপটিক ট্যাংক বিস্ফোরণে ওই বাড়ির পাশের রাস্তায় খেলাধুলা করার সময় শিশু জিসান ও বাড়িটির একটি কক্ষে অবস্থানকালে রাজ্জাক দগ্ধ হয়ে মারা যায়।
নারায়ণগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হোসেন বিপু বলেন, বিস্ফোরণে দগ্ধ হয়ে ৪ জন চিকিৎসা নিতে আসে। এরমধ্যে একটি শিশু (জিসান ৯ বছর) পথেই মারা গেছে। রাজ্জাক নামে আরেকজন হাসপাতালে চিকিৎসা অবস্থায় মারা গেছেন। আরেকটি শিশুর অবস্থা বিবেচনা করে ঢাকার একটি হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও ফতুল্লা থানা পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন।
বাড়িওয়ালা সাইদের স্ত্রী আখি আক্তার বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দে বাড়ির নিচতলার ডান পাশের একটি রুমের নিচে সেপটিক ট্যাংকে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই রুমে ব্যাচেলর চারজন পুরুষ ভাড়া থাকতেন। তারা বিজয় দিবসে গ্রামের বাড়ি গেছেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসআর