কক্সবাজারের রামুর খুনিয়া পালংয়ের থোয়াইংকাটা বাজারের রোগী সেজে চিকিৎসা নিতে গিয়ে বিসমিল্লাহ মেডিকেল হলের চেম্বার থেকে নুর মোহাম্মদ জিন্নাত নামে ভুয়া ডাক্তারকে আটক করেছে একদল র‍্যাব সদস্য।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের উপ-অধিনায়ক তানভীর হাসান।

তিনি জানান, দীর্ঘদিন ধরে অন্য ডাক্তারের বিএমডিসি কোড ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন তিনি। সার্টিফিকেট ছাড়া রংপুরের রকিবুল ইসলাম নামের সনদের কোড ব্যবহার করে নিজেই ডাক্তার সেজে ভুয়া চিকিৎসা দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে।

তিনি আরো জানান, এ রকম ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে এসময় জানানো হয়। আটক নুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোগীদের সঙ্গে প্রতারণা করার বিষয়টি স্বীকার করেছেন। তারপরও আমরা আরো তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেব।

এমএএস