চাঁদপুরে নার্সিং ইনস্টিটিউটের ৫২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাদের একটি হলে পৃথকভাবে আইসোলেশনে রাখা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

নার্সিং ইনস্টিটিউটের প্রধান সেলিনা আক্তার বলেন, করোনায় যারা আক্রান্ত হয়েছে, তারা সবাই মেয়ে। ১৮৬ জন শিক্ষার্থী থেকে তাদের আলাদা করে একটি হলের দুটি ব্লকে আইসোলেশনের রাখা হয়েছে। প্রথমে ৬ জন, তার পরের দিন আরও ৭ এবং বুধবার দুপুর ২টা পর্যন্ত আরও ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাহাদাৎ হোসেন ঢাকা পোস্টকে বলেন, জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৪০৫। তাদের মধ্যে মৃতের সংখ্যা ২৪১। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪ হাজার ৯৮২ জনকে। এতে গড় আক্রান্তের হার ২৪ দশমিক ৭। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৮২।

শরীফুল ইসলাম/এনএ