চাঁদপুরে এবার এক দিনে ১১৪ জনের করোনার শনাক্ত হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) রাতে চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭৮ জন, ফরিদগঞ্জের ১৬ জন, হাজীগঞ্জের ৫ জন, মতলব উত্তরের ৩ জন, কচুয়ার ১ জন, হাইমচরের ১ জন, শাহরাস্তির ৮ জন ও মতলব দক্ষিণের ২ জন রয়েছেন।

সূত্র আরও জানায়, রোববার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে। এদিন ৩০ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। মোট নমুনা পরীক্ষা করা হয় ৩০৪টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৭ দশমিক ৫০ শতাংশ।

চাঁদপুর সিভিল সার্জন ডা. সাহাদাৎ হোসেন বলেন, জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৭৯৪ জন। তাদের মধ্যে মৃতের সংখ্যা ২৪২। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৫ হাজার ৮০ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৭২। আক্রান্তদের মধ্যে ৪ জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাকিরা হোম আইসোলেশনে আছেন।

শরীফুল ইসলাম/এনএ