ফাইল ছবি

কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে ছিনতাই হওয়া সাড়ে সাত হাজার পিস সোয়েটার ভর্তি একটি কাভার্ডভ্যানসহ তিন ছিনতাইতাইকারীকে আটক করা হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুরের দেওয়ান মিয়ার ছেলে মো. সোহাগ (২১), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পার্ক গেন্ডারিয়া এলাকার আব্দুস সাত্তার শরীফের ছেলে মিঠু শরীফ (৩৩) ও গাইবান্ধার বাদিয়া খালির ফরহাদ মিয়ার ছেলে মোহাম্মদ জাহিদ (৩০)।

নবীনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সাড়ে সাত হাজার পিস সোয়েটার ভর্তি একটি কাভার্ডভ্যান ছিনতাই হয়। এ সময় কাভার্ডভ্যানের চালক ও সহযোগীকে হাত-পা বেঁধে ছিনতাইকারীরা তাদের সঙ্গে নিয়ে যায়। সোয়েটারগুলো নামানোর জন্য বুধবার সারাদিন কাভার্ডভ্যানটি নিয়ে ছিনতাইকারীরা কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে ঘোরে। 

তিনি আরও জানান, সোয়েটারগুলো কোথাও নামানোর সুযোগ না পেয়ে রাতে কাভার্ডভ্যানটি নবীনগরে নিয়ে যায় ছিনতাইকারীরা। পথে উপজেলার শ্যামগ্রাম এলাকায় কাভার্ডভ্যানের তেল শেষ হয়ে গেলে সোয়েটারগুলো নামানোর চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে কাভার্ডভ্যান থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় চালক ও সহযোগীকে উদ্ধার করা হয়।

আজিজুল সঞ্চয়/আরএআর