মানিকগঞ্জে বিএনসিসির শীতবস্ত্র বিতরণ
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে জন্মশতবার্ষিকী ও বিজয়ের মাস উপলক্ষে মানিকগঞ্জে শতাধিক শীতার্তদের মাঝে লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার ও কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২দিকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এসব বিতরণ করেছে।
বিজ্ঞাপন
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে রমনা রেজিমেন্টের ৩ বিএনসিসি ব্যাটালিয়ন আয়োজিত অনুষ্ঠানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং কর্মসূচির আওতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার কর্নেল রাহাত নেওয়াজ পিএসসি, ৩-বিএনসিসি ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট মেজর সোমেন কান্তি বড়ুয়া প্রমুখ।
বিজ্ঞাপন
পরে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি বের হয়।
এমএসআর