রেজাউল করিম শাহীন চৌধুরী

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম শাহীন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ উপনির্বাচনের ভোটগ্রহণ করা হয়। সন্ধ্যায় ভোট গণনা শেষে রেজাউল করিম শাহীন চৌধুরী বিজয়ী ঘোষণা করা হয়। 

উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের রেজাউল করিম শাহীন চৌধুরী পেয়েছেন ৬০ হাজার ৫৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের হাজী মোহাসিন মিয়া পেয়েছেন ২৭ হাজার ৮১৫ ভোট। 

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, রাজৈর উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৬৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ২১০ জন। 

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ জুলাই রাজৈর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া মারা যান। এতে উপজেলা চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়। 

নাজমুল মোড়ল/আরএআর