কপাল খুলল পা হারানো মুসলিমের
মুসলিমের হাতে কম্বল তুলে দিচ্ছেন রাজু আহমেদ ও তার সহযোগীরা
জীবিকার তাগিদে নয় বছর আগে রাজশাহীর বোয়ালিয়া থেকে আশুলিয়ায় চলে আসেন মুসলিম। জটিল রোগে আক্রান্ত হয়ে ২৭ মাস আগে কেটে ফেলতে হয় তার দুই পা। চিকিৎসা করাতে গিয়ে শেষ হয় সহায়-সম্বল। এ অবস্থায় ভিক্ষা নয়, ব্যবসা করে বাঁচার আকুতি জানান মুসলিম। অবশেষে সেই আকুতি পূর্ণ হলো; সেই সঙ্গে কপাল খুলল তার।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর মন্ডলপাড়া এলাকায় সোহাগ মন্ডলের উদ্যোগে রাজু আহমেদের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেখানে শীতবস্ত্র নিতে আসেন মুসলিম। শীতবস্ত্র নেওয়ার সময় করুণ অবস্থা দেখে মুসলিমকে ব্যবসার মূলধন দেওয়ার ঘোষণা দেন রাজু গ্রুপের চেয়ারম্যান রাজু আহমেদ।
বিজ্ঞাপন
মুসলিম জানান, নয় বছর আগে রাজশাহীর বোয়ালিয়া থানা থেকে আশুলিয়ায় আসেন। ভাঙারি ব্যবসা করে চার সদস্যের সংসার ভালোই চলছিল তার। হঠাৎ ‘বর্জারস ডিজিজ’ নামের এক ধরনের জটিল রোগ বাসা বাঁধে তার পায়ে। পরে দুই পা কেটে ফেলতে হয় তার।
পায়ের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে যান তিনি। এখন চা দোকান করলেও টাকার অভাবে মালামাল কিনতে পারেন না। পাশাপাশি শীতবস্ত্রের অভাবে অসহায় দিন কাটছিল তার ও পরিবারের সদস্যদের। বৃহস্পতিবার কম্বল নিতে এলে রাজু আহমেদ তাকে একটি হুইলচেয়ার দিতে চান। তখন দোকানে কিছু মালামাল তুলে দেওয়ার জন্য রাজু আহমেদকে অনুরোধ জানান মুসলিম। তার অনুরোধে সাড়া দিয়ে দোকানে মালামাল তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন রাজু আহমেদ।
বিজ্ঞাপন
এ ব্যাপারে রাজু আহমেদ বলেন, আমি আশুলিয়ার দুর্গাপুরের মন্ডলপারা এলাকায় কম্বল বিতরণ করতে আসি। অনেক মানুষের মধ্যে দেখি মুসলিমের অবস্থা করুণ। দুই হাতে ভর করে অনেক কষ্টে কম্বল নিতে এসেছেন। তাকে একটি হুইলচেয়ার দিতে চাই। কিন্তু তিনি দোকানে মালামাল তুলে দেওয়ার অনুরোধ করেন। আমি তার দোকানে মালামাল তুলে দেব। যেন ব্যবসা করে সংসার চালাতে পারেন মুসলিম।
রাজু আহমেদ বলেন, জনপ্রতিনিধি হিসেবে নয়, মানবিক দিক থেকে আশুলিয়া ইউনিয়নবাসীর পাশে দাঁড়িয়েছি। পর্যায়ক্রমে আশুলিয়ার সব ওয়ার্ডে কম্বল বিতরণ করব।
বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ায় প্রায় পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রাজু গ্রুপের চেয়ারম্যান ও শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ। আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর মন্ডলপাড়া এলাকায় সোহাগ মন্ডলের উদ্যোগে রাজু আহমেদের অর্থায়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর মৃধা, সোহাগ মন্ডল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহিদুল মাহিদ/এএম