দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর জীবনী
মুজিব কর্নারে রয়েছে বঙ্গবন্ধুর ঘটনাবহুল সংগ্রামী জীবনের দুর্লভ আলোকচিত্র
রংপুর পুলিশ সুপারের (এসপি) কার্যালয় উন্নয়ন আর আধুনিকতার ছোঁয়ায় দিন দিন বদলে যাচ্ছে। এবার নতুন সংযোজনে অন্যরকম ভিন্নতা পেয়েছে পুলিশ সুপারের কার্যালয়। সেখানে স্থাপন করা হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘মুজিব কর্নার’।
বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত মুজিব কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে রংপুরের বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ফটো সাংবাদিক পাভেল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত তথ্য, ছবি এবং ইতিহাস নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে দৃষ্টিনন্দন মুজিব কর্নার গড়ে তোলা হয়েছে। সেখানকার প্রবেশ মুখেই রয়েছে বঙ্গবন্ধুর তর্জনী উঁচিয়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ছবি। রেসকোর্স ময়দানে লাখো মানুষের বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেন তর্জনী উঁচিয়ে কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বপ্নকে ছুঁয়ে দেখিয়ে দিচ্ছেন। সেদিন উত্তাল জনসমুদ্রে বজ্রকণ্ঠে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
এই মুজিব কর্নারের ভেতরে দেয়ালে দেয়ালে ঝুলে আছে বঙ্গবন্ধুর ঘটনাবহুল সংগ্রামী রাজনৈতিক ও পারিবারিক জীবনের দুর্লভ আলোকচিত্র। একপাশে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’।
বিজ্ঞাপন
সেখানে রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বিশিষ্ট লেখকদের বিভিন্ন বই। প্রতিটি নিদর্শনের শৈল্পিক উপস্থাপনা ও নান্দনিকতা যোগ করেছে ভিন্ন যাত্রা। যেন শ্রদ্ধা ও ভালোবাসার ছোঁয়ায় সযত্নে তুলে ধরা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পুলিশ সুপারের কার্যালয়ে আগতদের জন্য নিবিড় পর্যবেক্ষণে গড়ে তোলা হয়েছে মুজিব কর্নার।
শতবর্ষের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি সম্মান জানাতে মুজিব কর্নার স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
তিনি বলেন, এখানে আগত দর্শনার্থীরা মুজিব কর্নার ব্যবহার করবেন। তারা এখানে বসবেন। বঙ্গবন্ধুকে জানার চেষ্টা করবেন। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করবেন। এভাবে বঙ্গবন্ধুর চেতনা ও দর্শনকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।
দর্শনীয় এই মুজিব কর্নারের ভেতরে গেলে বঙ্গবন্ধুর অনেক দুর্লভ ছবির সঙ্গে পরিচয়ের পাশাপাশি তাঁর সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার রফিক।
তিনি বলেন, অনেক পরিপাটি এবং একটা রুচিশীল কর্নারের দাবি রাখে এই মুজিব কর্নারটি। এখানে আগত সেবা প্রত্যাশীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে পারবেন। নতুন প্রজন্মের ছেলে-মেয়েরাও দেশের স্বপ্নদ্রষ্টার সঙ্গে পরিচয় হতে পারবেন।
ফরহাদুজ্জামান ফারুক/আরএআর