একই সময়ে টিকা নেবেন ডিসি-এসপি-সিভিল সার্জন
জেলা প্রশাসক এসএম ফেরদৌস (বাঁ থেকে), পুলিশ সুপার রিফাত রহমান শামীম ও সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আখন্দ
আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ৮টায় মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম ও সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আখন্দ প্রথম করোনাভাইরাস টিকা নেবেন। একই সময়ে তিন বিভাগের তিন প্রধান কর্মকর্তা তিনটি টিকাদান কেন্দ্রে এই টিকা নেবেন। টিকা নেওয়ার জন্য ইতোমধ্যে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশনও সম্পন্ন করা হয়।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ৪টার দিকে মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আখন্দ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ৭ ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলা হাসপাতাল, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা পুলিশ হাসপাতালসহ ছয় উপজেলায় মোট নয়টি টিকাদান কেন্দ্রে এই করোনাভাইরাস প্রতিরোধ টিকা প্রদান করা হবে।
প্রতিটি টিকাদান কেন্দ্রে দুজন করে টিকাদানকর্মী এবং চারজন স্বেচ্ছাসেবী থাকবে। সে হিসেবে নয়টি টিকাদান কেন্দ্রে ১৮ জন টিকাদানকর্মী এবং ৩৬ জন স্বেচ্ছাসেবী টিকা প্রদান কার্যক্রমে নিয়োজিত থাকবেন।
বিজ্ঞাপন
সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আখন্দ বলেন, ইতোমধ্যে করোনাভাইরাস প্রতিরোধ টিকা নেওয়ার জন্য সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম এবং আমি নিজে একই সময়ে মানিকগঞ্জে প্রথম টিকা নেব।
সিভিলা সার্জন আরও বলেন, জেলার স্বাস্থ্য বিভাগের মধ্যে প্রথম টিকা নেওয়াটা খুবই আনন্দের বিষয়। যেহেতু করোনা থেকে নিজেকে সুরক্ষা করতে হলে এই টিকা নিতে হবে। সেহেতু পরে নিয়ে লাভ কী? এ কারণে জেলার স্বাস্থ্য বিভাগের প্রধান হিসেবে নিজেই প্রথম টিকা নেব। এতে স্বাস্থ্য বিভাগের সব কর্মী এবং সাধারণ মানুষ করোনাভাইরাস প্রতিরোধ টিকা নিতে আগ্রহী হবে।
পুলিশ সুপার রিফাত রহমান শামীম ঢাকা পোস্টকে বলেন, নিজে সুস্থ্ থাকার জন্য, দেশকে রক্ষা করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ভ্যাকসিন নেওয়া উচিত। টিকা নেওয়ার মধ্যে দিয়ে খুব শিগশির আমরা দেশকে রক্ষা করতে পারব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী সারাবিশ্ব করোনাভাইরাস থেকে সুরক্ষা থাকতে টিকা নিচ্ছে।
প্রথম টিকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক এসএম ফেরদৌস ঢাকা পোস্টকে বলেন, আমার তো মনে হয় এটা একটা অসাধারণ বিষয় যে, মানিকগঞ্জ জেলার প্রথম ব্যক্তি হিসেবে করোনাভাইরাস টিকা নিতে পারছি। আর এতে মানিকগঞ্জের সকল মানুষ অনুপ্রাণিত হবে।
সোহেল হোসেন/এমএসআর