ফরিদপুরে ট্রাকের নিচে চাপা পড়ে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদরের দিগনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হিরু মীর (৪৪)। তিনি ফরিদপুর পৌরসভার শোভারামপুর মহল্লার বাসিন্দা মৃত শুকুর মীরের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, ইজিবাইকটি ফরিদপুর শহরের দিকে আসছিল। ঘটনাস্থলে ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের সামনাসামনি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় হিরু মীর ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ওই ইজিবাইকের এক যাত্রী। তিনি কুষ্টিয়ার মো. সোহেল (২৮)। তিনি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জহির হোসেন/এইচকে