করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভোলার মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম মিঞা। 

শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাবে নমুনা পরীক্ষা করে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি উপজেলার সরকারি বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. তৈয়বুর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞার গত কয়েক দিন ধরে গলাব্যথা। শনিবার সকালে গলাব্যথা খুব বেড়ে গেলে তিনি হাসপাতালে এসে নমুনা দিয়ে যান। বিকেলে টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো। 

উল্লেখ, ভোলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৪৭ জন। করোনায় মৃত্যু হয়েছে ৯২ জনের। 

ইমতিয়াজুর রহমান/এইচকে