ময়মনসিংহে উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু, শনাক্তের হার ৩৪
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। তারা দুইজনই করোনার উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন।
মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের ছলিমুদ্দিন (৫০) ও হাজেরা বেগম (৬০)।
বিজ্ঞাপন
সোমবার (৩১ জানুয়ারি) সকালে মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আইসিইউতে চিকিৎসাধীন চারজনসহ হাসপাতালের করোনা ইউনিটের ৬৬ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৭৭৫টি নমুনা পরীক্ষা করে ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪.৩২ শতাংশ।
বিজ্ঞাপন
উবায়দুল হক/এসপি