সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন
প্রতীকী ছবি
সিলেট মোবাইল ফোন বিক্রির টাকা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে রাজু দাস (২২) নামের এক যুবক খুন হয়েছেন। রাজু নবীগঞ্জ উপজেলার সাওকা গ্রামের দুলাল দাসের ছেলে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট নগরের জালালাবাদ থানার হাওলাদারপাড়া এলাকার বিষ্ণু ডিপার্টমেন্টাল স্টোরের সম্মুখের সড়কে ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, বৃহস্পতিবার ফোন বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে জালালাবাদ থানার গোপি রায়ের ছেলে সজিব (১৭) ও তার মামা রুবেল দাস (২৫) রাজু দাসের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ অবস্থায় স্থানীয় লোকজন রাজুকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
তুহিন আহমদ/এমএসআর