প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া পৌরসভা এলাকায় প্রেমিক নিশানসহ তার বন্ধুদের বিরুদ্ধে নবম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পৌর এলাকার উথালী গ্রামের ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নিশানকে আটক করে পুলিশ।
 
স্কুলছাত্রীর ফুফু জানান, বৃহস্পতিবার (৪ ফ্রেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কালিয়া পৌরসভার উথলী গ্রামের ইউসুফ শেখের ছেলে নিশান (২০) মোবাইল ফোনে ওই ছাত্রীকে বাড়ির পাশের বিলের মধ্যে ডেকে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর স্কুলছাত্রীর হাত-পা বেঁধে নিশানসহ তার বন্ধুরা ধর্ষণ করে।

তিনি আরও জানান, ধর্ষণের পর ছাত্রীকে সেখানেই ফেলে চলে যায় তারা। ওই স্কুলছাত্রীকে রাত দেড়টার দিকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী ঢাকা পোস্টকে বলেন, ‌‘তিনজন ধর্ষণ করার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে জ্ঞান ফিরে পেলে বাড়িতে আসি।’
  
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান, ঘটনার সঙ্গে জড়িত নিশানকে আটক করা হয়। এ ছাড়া বাকি জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এসকে সুজয় বিশ্বাস/এমএসআর