ভোমরা বন্দরে আমদানি নিষিদ্ধ ভারতীয় তিন ট্রাক চাল জব্দ
চালগুলো ভোমরা স্থলবন্দরের ১ নম্বর গোডাউনে রাখা হয়েছে
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আমদানি নিষিদ্ধ তিন ট্রাক ভারতীয় চাল জব্দ করা হয়েছে। কম রাজস্বের নন-বাসমতি চালের ঘোষণা দিয়ে আমদানি করায় এসব চাল জব্দ করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস’র যৌথ অভিযানে বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় স্থলবন্দর ওপেন ইয়ার্ড থেকে চালগুলো জব্দ করা হয়। যার ওজন ৮৭ মেট্রিক টন।
বিজ্ঞাপন
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসার হাবিবুর রহমান তালুকদার বলেন, কম রাজস্বের নন-বাসমতি চালের ঘোষণা দিয়ে বাংলাদেশে আমদানি নিষিদ্ধ তিন ট্রাক ভারতীয় চাল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে কাস্টমস’র সহযোগিতায় স্থলবন্দর ওপেন ইয়ার্ডে অভিযান চালানো হয়। এ সময় তিনটি ভারতীয় ট্রাক ভর্তি ৮৭ মেট্রিক টন চাল জব্দ করা হয়।
হাবিবুর রহমান তালুকদার বলেন, চালগুলো ভোমরা স্থলবন্দরের ১ নম্বর গোডাউনে সিলগালা অবস্থায় রাখা হয়েছে। এসব চালের মূল্য প্রায় দেড় কোটি টাকা। সিঅ্যান্ডএফ এজেন্ট মামুন ট্রেডার্সের নামে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের পলাশ ট্রেডার্স চালগুলো আমদানি করেছেন।
বিজ্ঞাপন
ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আকবর আলী বলেন, বাসমতি মোটা চাল আনার কথা বলে শ্যামা চাল আমদানি করা হয়েছে। সেগুলো জব্দ করে বন্দর কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে।
ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমির মাহমুদ বলেন, চালগুলো উচ্চমূল্যের। এগুলো শ্যামা চাল। কাগজপত্র যাচাই ও চাল পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আকরামুল ইসলাম/এএম