হলুদ ফুলে ছেঁয়ে গেছে মাঠ
মাদারীপুরে মাঠজুড়ে শোভা পাচ্ছে সরিষা ফুল
কুয়াশাভেজা ভোর। টুপটাপ করে পড়ছে শিশির। শিশির জমতে শুরু করেছে সরিষা ফুলে। সূর্য্যি মামা উঁকি দিতেই চিকচিক করে ওঠে শিশির বিন্দু। এ অপার্থিব রূপে মুগ্ধ হবেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার।
মাদারীপুরের বিস্তীর্ণ মাঠজুড়ে শোভা পাচ্ছে সরিষা ফুল। যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। দেখে মনে হয় আগুন লেগেছে। বিকেলে সরিষা ফুলের সৌন্দর্য যেন একটু ভিন্নভাবে জানান দেয়। মৃদু বাতাসে দুলতে থাকে ফুলের ডগা। ছড়াতে থাকে সুগন্ধ। আর সেই সুগন্ধে ভোমর, মৌমাছি বসে ফুলে ফুলে।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা গেছে, মাঠজুড়ে শোভা পাচ্ছে বিশাল বিশাল সরিষাখেত। শহর থেকে বের হয়ে চোখে পড়ে এ খেতগুলো। অনেকেই প্রিয়জনকে সঙ্গে নিয়ে সরিষা ফুলের সৌন্দর্য দর্শন করছেন। তুলছেন ছবি। সেই ছবি আবার পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এর মাধ্যমে বোঝা যাচ্ছে প্রকৃতির সঙ্গে মানুষের কতটা নিবিড় সম্পর্ক রয়েছে। তবে ছবি তুলতে গিয়ে পায়ে মাড়িয়ে সরিষাখেত নষ্ট করছেন বলে অভিযোগ কৃষকদের।
মাদারীপুর সদর উপজেলার আব্দুর রাজ্জাক তায়ানীসহ একাধিক চাষি বলেন, গত মৌসুমে ধানের ভালো দাম পায়নি। এ বছর সরিষার ভালো ফলন হলে ধানের ক্ষতি পুষিয়ে নিতে পারব।
বিজ্ঞাপন
মাদারীপুর জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মাদারীপুর জেলার চারটি উপজেলায় ১১ হাজার ২০০ হেক্টর জমিতে দেশি জাতের মাঘী, ধলী, উন্নত জাতের বারি-১৪, বারি-১৫ জাতের সরিষার আবাদ করা হয়েছে। গত বছর এই আবাদের পরিমাণ ছিল ১০ হাজার হেক্টর। সে হিসেবে মাদারীপুরে এবার ১ হাজারেরও বেশি হেক্টর জমিতে আবাদ বেড়েছে।
মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রিপন কান্তি ঘোষ বলেন, সরিষা চাষ বেশ লাভজনক। আমাদের কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত উদ্বুদ্ধ করে থাকেন। উৎপাদন বৃদ্ধির জন্যও কৃষকদের পরামর্শ দিয়েছি আমরা।
নাজমুল মোড়ল/এসপি