কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২১ সালের এইচএসসির ফলাফলে পাসের হার ৯৭ দশমিক ৪৯। এ বছরও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে রয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এ বছর ১ লাখ ১৪ হাজার ৫৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করেছে ১ লাখ ১১ হাজার ৬৮০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ জন। মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৫৭ জন এবং ৫ হাজার ৩৯৬ জন ছেলে পেয়েছে। এ বছর শতভাগ পাস করেছে ৯৭টি প্রতিষ্ঠান।

অমিত মজুমদার/এসপি