ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটির সভা মামলাজট কমাবে
ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা নিয়মিত হলে মামলার চাপ কমবে। অনেক ছোট-খাটো ঘটনার জন্য প্রতিনিয়ত মামলা হচ্ছে। এর ফলে মামলার জট সৃষ্টি হচ্ছে। অথচ এসব বিষয় ইউনিয়ন পর্যায়ে মিটিয়ে ফেলতে পারলে দেশে বাৎসরিক মামলার হার কমে যাবে।
ফরিদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ অভিমত ব্যক্ত করেন কমিটির সদস্যরা। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
এ সভার সভাপতি ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, প্রতি ইউনিয়নে আইনশৃঙ্খলা কমিটির সভা হওয়ার কথা। এ সভাগুলি সম্ভবত নিয়মিত হচ্ছে না। ইউনিয়ন পর্যায়ের এ সভাগুলি নিয়মিত হলে দেশে মামলার সংখ্যা কমে আসবে। তাই এ সভার ব্যাপারে আমাদের অধিক মনযোগী ও আন্তরিক হতে হবে।
আলোচনায় ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটির সভা আয়োজন একটি ভালো উদ্যোগ। কোনো সমস্যা শুরুতেই সমাধান করা গেলে তা পরবর্তীতে জটিল আকার ধারণ করবে না এবং স্থানীয় পর্যায়ে তা মিটিয়ে ফেলা সম্ভব হবে।
বিজ্ঞাপন
ওই সভায় উপস্থিত ফরিদপুরের বিভিন্ন উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটির সভার ব্যাপারে তাদের ভূমিকা রাখার জন্য আহ্বান জানান বক্তারা।
জহির হোসেন/আরআই