নানা আয়োজনে পটুয়াখালীতে ঢাকা পোস্টের বর্ষপূর্তি উদযাপন
পটুয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কমের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পটুয়াখালী পৌরসভা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে অতিথিরা ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এছাড়াও করোনাকালে বিশেষ অবদান রাখায় মেয়র অক্সিজেন ব্যাংককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও বৈশাখী টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি আবদুস সালাম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
এ সময় অতিথিরা বলেন, ঢাকা পোস্ট গত এক বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। এক বছরের মধ্যেই দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম হয়ে ওঠার স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা বিশ্বাস করি।
বিজ্ঞাপন
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর