এক বছরেই মানুষের আস্থা অর্জন করেছে ঢাকা পোস্ট
ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, এত অল্প সময়ে ঢাকা পোস্ট যে জনপ্রিয়তা অর্জন করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। সঠিক তথ্য সবার আগে পৌঁছানোয় ঢাকা পোস্ট সাধারণ মানুষের কাছে আস্থা অর্জন করেছে। ঢাকা পোস্ট সবার আস্থা অর্জন করে এগিয়ে যাক আরও অনেক দূর, এই কামনা করি।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সরকারের সমালোচনার পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোও তুলে ধরবেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে গণমাধ্যম কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখবেন, এমনটাই প্রত্যাশা।
বিজ্ঞাপন
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা প্রদানের মাধ্যমে ঢাকা পোস্টের ১ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্টের রাজবাড়ী জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান।
সিনিয়র সাংবাদিক বাংলাভিশনের জেলা প্রতিনিধি এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও বার্তা-২৪ এর স্টাফ করেসপন্ডেট মো. সোহেল মিয়ার সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জাতীয় প্রেসক্লাবের সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজ'র) সাবেক জনকল্যাণ সম্পাদক ও ভারতীয় বার্তা সংস্থা ইউএনআই’র বাংলাদেশ ব্যুরো চিফ মীর আফরোজ্জামান, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
আলোচনা পর্বের শেষে করোনাকালীন অবদান রাখায় ‘রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন’ নামে অনলাইনভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে ঢাকা পোস্টের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে ঢাকা পোস্টের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি শিহাবুর রহমান, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, ইত্তেফাকের রাজবাড়ী প্রতিনিধি মাহ্ফুজুর রহমান, জিটিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, দৈনিক খবরের জেলা প্রতিনিধি আসহাবুল ইয়ামিন রয়েন, মাতৃকণ্ঠের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান নুর, আজকের পত্রিকার বালিয়াকান্দি প্রতিনিধি অনিক সিকদার, পাংশা প্রতিনিধি শামীম হোসেনসহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা পোস্টের সম্মাননা ক্রেস্ট পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আফরোজা মিথুন বলেন, ঢাকা পোস্টের মতো একটি দায়িত্বশীল অনলাইন পত্রিকা আমাদেরকে সম্মানিত করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে আমরা রাজবাড়ী হেল্পলাইন পরিবার ঢাকা পোস্টের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
মীর সামসুজ্জামান/আরআই