কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেছেন, পর্যটন শিল্প, সরকারের চলমান উন্নয়ন প্রকল্প ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনার তথ্যবহুল সংবাদ তুলে ধরে ইতোমধ্যে জেলাবাসীর নজর কেড়েছে ঢাকা পোস্ট। পথচলার শুরুর এক বছরে দেশের অনলাইন মাধ্যমটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে অনেক দূর এগিয়ে গেছে। আশা করছি পর্যটনশিল্পের বিকাশে ভূমিকা রাখবে ঢাকা পোস্ট। তাদের অগ্রযাত্রা আরও প্রসারিত হোক।  

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। 

ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম ফরহাদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে কেক কাটেন প্রধান অতিথি। এ সময় চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি নুপা আলম, একুশে টিভির জেলা প্রতিনিধি আবদুল আজিজ, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি নেছার আহমদ, যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

পরে কক্সবাজারের স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন সন্ধানীর কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি জুনায়েদের হাতে ঢাকা পোস্টের বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন পৌর মেয়র মুজিবুর রহমান। 

সাইদুল ফরহাদ/আরএআর