নওগাঁয় করোনার টিকা নিচ্ছেন জেলা প্রশাসক হারুন অর রশিদ

নওগাঁয় করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রথম টিকা নিলেন জেলা প্রশাসক হারুন অর রশিদ। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় নওগাঁ সদর আধুনিক হাসপাতালে টিকা কার্যক্রম উদ্বোধনের পর তিনি প্রথম টিকা নেন।

নওগাঁ সদর হাসপাতালের পরিচালক সিভিল সার্জন ডা. এবিএম হানিফ বলেন, জেলা প্রশাসকের শরীরে টিকা প্রয়োগের মধ্যদিয়ে নওগাঁয় কোভিড-১৯ টিকা কার্যক্রম শুরু হয়েছে।

এ সময় জেলা প্রশাসক  হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, ভ্যাকসিন নিয়ে অনেকে অনেক কথা বলছেন।তবে দেশের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমি ভ্যাকসিন নিলাম। 

তিনি বলেন, পার্শ্ব প্রতিক্রিয়ার কথা ভেবে যদি কেউ ভ্যাকসিন না নেয়, তবে সেটা ভুল হবে। কারণ অনেক ওষুধেও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। আবার অনেকের শরীরে অনেক ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। ভ্যাকসিনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি আমার শরীরে অন্যান্য রোগ বেশি মাত্রায় না থাকে, তবে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মুনজের ই মোর্শেদ ঢাকা পোস্টকে বলেন, মোট ৮৪ হাজার ডোজ টিকা এসেছে। এই টিকা ৪২ হাজার মানুষকে দেওয়া হবে। টিকা সংরক্ষণের জন্য আগে থেকেই সিভিল সার্জন কার্যালয়ের ভ্যাকসিন সংরক্ষণাগারে রাখা ছিল। 

স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নওগাঁ সদর আধুনিক হাসপাতালসহ জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি ও জেলা হাসপাতালে চারটি বুথ স্থাপন করা হয়েছে। প্রতিটি বুথে ছয়জন প্রশিক্ষিত ব্যক্তি এই টিকা প্রয়োগের দায়িত্ব পালন করছেন। এর মধ্যে দুজন প্রশিক্ষিত টিকাকর্মী এবং চারজন স্বেচ্ছাসেবক রয়েছে। 

শামীনূর রহমান/এসপি