দুর্ঘটনাস্থলে জনতার ভিড়

রিকশাযোগে সিরাজগঞ্জ শহরে যাওয়ার সময় বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কের মিরপুরের এসবি ফজলুল হক রোডের কালাচান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-ইশরাত সুলতানা (৪০) ও তার ছেলে মাসফুখুর রহমান। ইশরাত সুলতানা  বনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং মাসফুখুর রহমান মিরপুর দক্ষিণপাড়া এলাকার মাসুদুর রহমানের ছেলে।

আহতরা হলেন-রিকশাওয়ালা গয়লা এলাকার মো. হান্নানের ছেলে মো. চান মিয়া (২২)। এছাড়া দুজন মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা যায়নি। 

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজাবুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এনায়েতপুর থেকে সিরাজগঞ্জগামী এনায়েতপুর দরবার শরীফ নামে একটি বাস মিরপুর এলাকায় একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইশরাত সুলতানা ও তার ছেলে মাসফুখুর রহমান মারা যান। তিনজনকে আহত অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন,  দুর্ঘটনার তিনজন হাসপাতালে ভর্তি আছেন। তারা শঙ্কামুক্ত। নিহত দুজনের মরদেহ সদর হাসপাতালের মর্গে আছে।

শুভ কুমার ঘোষ/এসপি