শ্বশুরের ধর্ষণ মামলায় জামাই গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে গভীররাতে মুখ চেপে ধরে কিশোরী শ্যালিকাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুলাভাই সুমনকে (২৪) ধর্ষণ মামলায় গ্রেফতার করে রোববার সকালে আদালতে পাঠিয়েছে সদর থানার পুলিশ। গ্রেফতারকৃত সুমন সদর উপজেলার ১২নং সালন্দর ইউনিয়নের আলীমোড় শিংপাড়া গ্রামের সবুর আলীর ২য় ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি সালন্দর শিংপাড়ায় দুলাভাই সুমনের বাসায় মেহমান খেতে যান তার শ্যালিকা। ১০ ফেব্রুয়ারি গভীররাতে বড় বোন ঘুমিয়ে পড়লে এ সুযোগে মুখ চেপে ধরে শ্যালিকাকে ধর্ষণ করেন সুমন। এ ঘটনা পরিবারকে জানালে ১২ ফেব্রুয়ারি ভুক্তভোগীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান তার বাবা।
বিজ্ঞাপন
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ভুক্তভোগীর বাবা জামাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলে রোববার দিবাগত রাতে সুমনকে গ্রেফতার করে পুলিশ।
ভুক্তভোগীর বাবা জানান, এ ঘটনায় আমি উপযুক্ত বিচার চাই। কেউ যেন ভবিষ্যতে এ ধরনের জঘন্য কাজ করার সাহস না পায়।
বিজ্ঞাপন
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, রোববার দিবাগত রাতে সালন্দর শিংপাড়া এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়েছে।
এম এ সামাদ/এমএএস