মতবিনিময় সভায় কথা বলছেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম/ ছবি: ঢাকা পোস্ট

নরসিংদীর পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম বলেছেন, নরসিংদী ও মাধবদী পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের দিন প্রার্থীদের সঙ্গে বাড়তি লোক থাকবে না। ভোটার ছাড়া কেউ কেন্দ্রে যাবেন না। বহিরাগত কাউকে কেন্দ্রে পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ের আয়োজনে রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী শিশু একাডেমির মূল হলে নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নরসিংদী ও মাধবদী পৌরসভা নির্বাচন সুষ্ঠু করতে প্রার্থী এবং সুধীজনের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রিটার্নিং কর্মকর্তা। 

এ সময় দুই পৌরসভার প্রার্থীরা মুক্ত আলোচনায় অংশ নিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। আলোচনায় বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ও জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা ফারহানা কাউনাইন।

জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আমাদের প্রধান লক্ষ্য নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা। দুই পৌরসভায় ৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। প্রতি কেন্দ্রে মনিটরিং টিম কাজ করবে।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে আশ্বাস দিয়ে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, ভোট দিতে পারবে কিনা; অনেকের মধ্যে এই ভয় কাজ করছে। আমি অভয় দিয়ে বলতে চাই, সবাই কেন্দ্রে এসে ভোট দেবেন। আপনার ভোট আপনি দেবেন। এবারের নির্বাচনে প্রার্থীদের সঙ্গে বাড়তি লোক থাকবে না। দলবল নিয়ে ঘোরাঘুরি করা চলবে না। মোটরসাইকেল দিয়ে শোডাউন হবে না। ভোটার ছাড়া কেউ কেন্দ্রে যাবেন না। বহিরাগত কাউকে কেন্দ্রে পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা ফারহানা কাউনাইন তার বক্তব্যে বলেন, ইতোমধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় একাধিক প্রার্থীকে সতর্ক করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ চেষ্টা করব আমরা। 

এবারের নির্বাচনে নরসিংদী পৌরসভায় ভোটার রয়েছেন ৯৯ হাজার ৪৫৪ জন। মাধবদী পৌরসভার ভোটার রয়েছেন ৩২ হাজার ৪৮৩ জন।

রাকিবুল ইসলাম/এএম