ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে আ.লীগ নেতা নিহত
নওগাঁর সাপাহারে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে খাইরুল ইসলাম (৫০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার তুলশীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নিহত খাইরুল ইসলাম সাপাহার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে খাইরুল ইসলাম স্থানীয় হাফেজিয়া মাদরাসার তাফসির মাহফিলের কালেকশন করার জন্য মোটরসাইকেল যোগে পোরশা উপজেলার গাঙ্গুরিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে উপজেলার তুলশীপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। ভটভটিটি উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা খাইরুলকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী বলেন, আমরা আপাতত ভটভটিটা নজরে রেখেছি। তবে চালক পালিয়ে গেছেন।
দেলোয়ার হোসেন/আরএআর