চারগুণ লাভে বিক্রি করছে পোশাক। শুধু তাই-ই নয়, প্যাকেটের গায়ে লেখা এক দাম; আবার পোশাকের গায়ে লাগানো ট্যাগে লেখা আরেক দাম।

এছাড়া কোনো কোনো প্যাকেটের গায়ে লাগানো ‘পণ্যমূল্য এবং বারকোড’ কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। এভাবেই গ্রাহকের সঙ্গে প্রতারণা করছে পোশাক ব্র্যান্ড ‘আর্টিসান’।

বুধবার (২০ এপ্রিল) রাজধানীর বনশ্রীতে অবস্থিত আর্টিসানের শো-রুমে বিশেষ অভিযান চালিয়ে এসব প্রমাণ পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অপরাধে অধিদপ্তর প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস ঢাকা পোস্ট‌কে বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন।

‌তি‌নি জানান, আর্টিসান শুধু চারগুণ লাভই করছে তা নয়। বনশ্রীতে প্রতিষ্ঠানটির শো-রুমে দেখা যায়, সাদা রংয়ের একটি শার্টের প্যাকেটের গায়ে লেখা ১৬৯৫ টাকা সাথে ভ্যাট। কিন্তু শার্টের গাঁয়ে ট্যাগে লেখা ১১৯৫ টাকা সাথে ভ্যাট।

আরও অভিযোগ রয়েছে আর্টিসানের বিরুদ্ধে। তারা শার্টের প্যাকেটের গায়ে লেখা দাম এবং বারকোড কালি দিয়ে মুছে দিয়ে সেগুলো বেশি দামে বিক্রি করছে।

এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক ৫০ হাজার টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে। পরবর্তী সময়ে আবারও এমন অনিয়ম পেলে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে বলেও তাদের সতর্ক করা হয়েছে।

এসআই/এমএইচএস