প্রাইজ মানির চেক নিচ্ছেন রনি হোসেন

রাজধানীর মিরপুর-১-এর বাসিন্দা মো. রনি হোসেন। মোহাম্মদপুর গ্রাফিকস ডিজাইন ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী। গত জানুয়ারিতে প্রিন্স সুইটস ও বেকারির একটি শাখা থেকে ১৯৫ টাকার খাবার কিনেছিলেন। ওই সময় ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিনের মাধ্যমে ২৯ দশমিক ৪০ টাকা ভ্যাট পরিশোধ করেন তিনি। ভ্যাট পরিশোধ করে তিনি লটারিতে চতুর্থ পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা জিতেছেন ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিজয়ী রনি হোসেনের হাতে প্রাইজ মানির চেক তুলে দেন ঢাকার (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান। এর আগে গত ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মত ইএফডি চালানের লটারির আয়োজন করে ১০১ জন বিজয়ীর ইনভয়েস নম্বর ঘোষণা করা হয়।

এনবিআর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় ইএফডি লটারি। লটারি বিজয়ীদের তালিকায় থাকা প্রথম নম্বরটি হচ্ছে 002221GEMMWAK039। দ্বিতীয় ও তৃতীয় নম্বর যথাক্রমে 001820SPXYAOH781 ও 002120DXEDECM637।

লটারিতে প্রথম পুরস্কার এক লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে ৫০ হাজার ও ২৫ হাজার টাকা। এছাড়াও ৯৪ জন ভ্যাটদাতা ১০ হাজার টাকা করে পুরস্কার পাচ্ছেন। ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ইস্যুকৃত ইএফডি চালানের ওপর ভিত্তি করে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে পাওয়া পুরস্কারের টাকা আয়কর মুক্ত।

ভ্যাট আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ইএফডি মেশিন চালু করে এনবিআর। ইএফডি হল আধুনিক হিসাবযন্ত্র। এটি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টারের (ইসিআর) উন্নত সংস্করণ। কোনো প্রতিষ্ঠানের প্রকৃত লেনদেন বা বিক্রির তথ্য এ যন্ত্রের মাধ্যমে জানতে পারছে এনবিআর। এর ফলে ভ্যাট ফাঁকি বন্ধ হবে ও আদায় বাড়বে।

ব্যবসা প্রতিষ্ঠানের দৈনিক লেনদেনের তথ্য তদারকিতে রাজস্ব বোর্ডের সার্ভারের সঙ্গে সফটওয়্যারের মাধ্যমে সংযুক্ত থাকবে প্রতিটি ইএফডি মেশিন। এরইমধ্যে সার্ভার স্থাপন করা হয়েছে। ২০১৯ সালের ২৫ আগস্ট এনবিআর চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে ইএফডি মেশিন উদ্বোধন করেন। এখন পর্যন্ত এক হাজার ৪৭১ প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপন করা হয়েছে।

আরএম/আরএইচ/ওএফ