বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

বহুজাতিক মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শীর্ষ কর্মকর্তাদের তলব করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরের সাত গুণ মুনাফা করার পরও শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ায় জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের তলব করল বিএসইসি। তাদের মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিএসইসির কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করায় প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে। তারা বেলা ১২টায় কমিশনে উপস্থিত হবেন।

এর আগে বীমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইনস্যুরেন্স তালিকাভুক্ত হওয়ার প্রথম বছরেই লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর কমিশন কোম্পানির পর্ষদকে তলব করেছিল। এ নিয়ে বর্তমান কমিশন দায়িত্বগ্রহণের পর দুটি প্রতিষ্ঠানকে লভ্যাংশ না দেওয়ায় তলব করল।

গত বছরের ২৪ ডিসেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা। এরপর সোমবার বিকেলে কোম্পানির পর্ষদ সভায় ২০২০ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ‘নো ডিভিডেন্ড’ দেওয়ার সিদ্ধান্ত হয়।

এদিকে ২০২০ সালের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) আর্থিক অবস্থা নিয়ে মঙ্গলবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করেছে রবি। এই সংবাদ সম্মেলন পিছিয়ে দিতে বিএসইসির পক্ষ থেকে কোম্পানিটিকে বলা হয়েছে।

এমআই/এসএসএইচ