ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালানের ১৯তম লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রথম পুরস্কারের ইএফডি চালান নম্বর 001322SURJHZE149 ।

শনিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জুলাই মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত চালানের ওপর ভিত্তি করে লটারির ড্র অনুষ্ঠানটি হয়েছে। ইএফডি চালানের লটারিতে প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (পাঁচটি)। এছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে ৯৩ জনকে ১০ হাজার টাকা দেওয়া হবে। লটারির ড্র এনবিআরের ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। এছাড়া তিন কার্যদিবস পর পত্রিকায় প্রকাশ করা হবে। পুরস্কার প্রাপ্তিতে সমস্যা হলে ০১৯৬৩৬৩৬৫৫৪ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে এনবিআর।

লটারি অনুসারে দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত নম্বর হলো- 001522LOUYCHY745।  তৃতীয় পুরস্কারপ্রাপ্ত লটারির নম্বরগুলো হলো-000122ALRQFKQ019, 003222APEBZSA378, 002422UBCMDXT431, 000722BLJOBRM193 ও 003422YFMELYJ082.

ভ্যাট আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ২০১৯ সালের ২৫ আগস্ট ইএফডির উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

ইএফডি হলো আধুনিক হিসাবযন্ত্র। এটি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টারের (ইসিআর) উন্নত সংস্করণ। এ যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রকৃত লেনদেন বা বিক্রির তথ্য জানতে পারছে এনবিআর। এর মধ্যে কত অংশ ভ্যাট তা জানা যাবে। ফলে ভ্যাট ফাঁকি বন্ধ হবে এবং আদায় বাড়বে। ব্যবসাপ্রতিষ্ঠানের দৈনিক লেনদেনের তথ্য তদারকিতে এনবিআরের সার্ভারের সঙ্গে সফটওয়্যারের মাধ্যমে সংযুক্ত থাকবে ইএফডি মেশিন।

২০২১ সালের ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইএফডি চালানের লটারির ড্র অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত ৭ হাজার ৫৯০টি ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি বসিয়েছে এনবিআর।

আরএম/এসকেডি