ঈদে টাঙ্গনের পণ্যে ৫০ শতাংশ ছাড়
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অনলাইন শপিং ব্র্যান্ড ‘টাঙ্গন’ তাদের পণ্যে বিভিন্ন ধরনের অফার দিচ্ছে। সর্বোচ্চ ৫০ শতাংশ মূল্য ছাড়ের পাশাপাশি রয়েছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা। আকর্ষণীয় এ অফারটি ঈদ পর্যন্ত চলবে বলে জানিয়েছে টাঙ্গন কর্তৃপক্ষ।
স্বল্পমূল্যে চামড়াজাত পণ্য বিক্রির প্রতিশ্রুতি নিয়ে গত বছরের পহেলা ফাল্গুন যাত্রা শুরু করে ‘টাঙ্গন’। শুরুর পর থেকে লেদার প্রকৌশলী কয়েকজন উদ্যোমী তরুণের এই অনলাইন প্ল্যাটফর্ম মানসম্মত পণ্য বিক্রি করে আসছে।
বিজ্ঞাপন
প্রিমিয়াম কোয়ালিটির লেদারের ফরমাল সু, লোফার, বেল্ট, লেডিস ব্যাগ-পার্স, ওয়ালেট থেকে শুরু করে চাবির রিংও রয়েছে টাঙ্গনের।হালফ্যাশনের প্রতি নজর রেখে এর সঙ্গে বাড়তি হিসেবে রয়েছে বিভিন্ন মডেলের স্পোর্টস সু ও স্নিকারের সংগ্রহ।
ফেসবুকসহ অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে টাঙ্গনের ঠিকানা ‘tangoonbd’। এছাড়া যে কেউ টাঙ্গনের সংগ্রহ সরাসরি দেখেও বেছে নিতে পারবেন পছন্দের পণ্যটি।
বিজ্ঞাপন
লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ার ও টাঙ্গনের সহপ্রতিষ্ঠাতা খায়রুল হুদা ওহি বলেন, ঈদ উপলক্ষে কালেকশন আরও সমৃদ্ধ করা হয়েছে। সব পণ্যের গুণগত মান ধরে রাখতে বদ্ধপরিকর টাঙ্গন। সবাই নিশ্চিন্তে টাঙ্গনের পণ্য কিনতে পারবেন বলে মন্তব্য করেন তিনি। বিজ্ঞপ্তি।
এসএস