দুদিন উত্থান আর দুদিন দরপতনের মধ্য দিয়ে নতুন অর্থবছরের (২০২১-২২) প্রথম সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। আলোচিত সপ্তাহে সূচক, বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম এবং লেনদেনও বেড়েছে। আর তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের বাজার মূলধন বেড়েছে প্রায় তিন হাজার কোটি টাকা। একই অবস্থায় লেনদেন হয়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও।

ডিএসইর তথ্যমতে, বিদায়ী সপ্তাহে (০৫ জুলাই-৮ জুলাই) ডিএসইতে মোট চার কার্যদিবসে ৬ হাজার ৪১০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৩৮৮ টাকা লেনদেন হয়েছে; যা আগের সপ্তাহের চেয়ে ৭৮৬ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৭৫৫ টাকা বেশি। শতাংশের হিসেবে ১৩ দশমিক ৯৭ শতাংশ বেশি। এর আগের সপ্তাহেও চার কার্যদিবসে লেনদেনে হয়েছিল ৫ হাজার ২৪ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৬৩৩ টাকা।

করোনাভাইরাসের প্রকোপ রোধে সরকার ঘোষিত লকডাউনের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩০টির, কমেছে ১৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ার দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিল ১৯৭টির, কমেছিল ১৬২টির, অপরিবর্তিত ছিল ১৭টির।

বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৬২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক আগের সপ্তাহের চেয়ে ২৬ দশমিক ৭৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়েছে।

বেশিরভাগ শেয়ারের দাম ও সূচক বাড়ায় ডিএসইতে বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের পুঁজি বা বাজার মূলধন ২ হাজার ৯০০ কোটি ৪ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা বেড়ে ৫ লাখ ১৭ হাজার ১৮২ কোটি ১৮ লাখ ৬৫৯ টাকায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে যা ছিল ৫ লাখ ১৪ হাজার ২৮২ কোটির ১৩ লাখ ৩ হাজার ৮২৯ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ার শীর্ষে ছিল সোনালী লাইফ ইনস্যুরেন্স, রেকিট বেনকিজার, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস, আমান ফিড, সিভিও পেট্রোকেমিক্যাল, এপোলো ইস্পাত, ইনফরমেশন সার্ভিসেন, বিকন ফার্মা, আইটি কনসালটেন্ট এবং সিলকো ফার্মাসিটিউক্যালস লিমিটেড।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো লিমিটেড, লাফার্জহোলসিম, কেয়া কসমেটিকস, এমএল ডাইং, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ফিড মিলস, আমান ফিড, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ম্যাক্সনস স্পিনিং মিলস এবং ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ২৮৬ কোটি ৩ লাখ ৭৩ হাজার ৯৪০ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৮৬ কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৩৪ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে লেনদেন কমেছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৩টির, কমেছে ১১২টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দাম। এতে সিএসইর প্রধান সূচক ২০৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এমআই/এইচকে