কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএস) খাতের উদ্যোক্তাদের সব ধরনের ঋণের বিপরীতে ক্রেডিট গ্যারান্টি চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই স্কিমের আওতায় ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি বছর চুক্তি করা লাগবে না। পাঁচ বছরের জন্য একবার চুক্তি করলেই চলবে। প্রতি বছরের জন্য শুধু নতুন করে লক্ষ্যমাত্রা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট ক্রেডিট গ্যারান্টি স্কিম ইউনিট সোমবার (১২ জুলাই) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারটি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে- কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএস) খাতে জামানতবিহীন ঋণের বিপরীতে ক্রেডিট গ্যারান্টি স্কিমে অংশগ্রহণে আগ্রহী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সুনির্দিষ্ট মানদণ্ড পূরণ করলে তাদের সঙ্গে প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য অংশগ্রহণ চুক্তি করা হবে। পরে প্রয়োজন মতো এটি বাড়ানো হতে পারে।

এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আগের বছরের ডিসেম্বরভিত্তিক জামানতবিহীন ঋণের ভিত্তিতে নতুন পোর্টফোলিও ঘোষণা করতে হবে।

সিএমএস খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিতরণ করা জামানতবিহীন ঋণের ঝুঁকি বহনের জন্য গত বছরের ২৭ জুলাই দুই হাজার কোটি টাকার একটি স্কিম গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। এই তহবিলের আওতায় ৮ হাজার ৩২০ কোটি টাকার ঋণের বিপরীতে গ্যারান্টি দেওয়া হবে। বিতরণ করা কোনো ঋণ খেলাপি হলে তার ৮০ শতাংশ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে পাবে সংশ্লিষ্ট ব্যাংক। এর আওতায় একজন উদ্যোক্তাকে ২ লাখ থেকে ৫০ লাখ টাকা ঋণ দেওয়া যাবে। তবে সর্বশেষ বছরে লোকসানি প্রতিষ্ঠান এখান থেকে ঋণ পাবে না।

এসআই/এমএইচএস