মাত্র ৭৯ টাকার সকালের নাস্তা করে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) লটারিতে লাখ টাকা পুরস্কার জিতলেন ইমাম উদ্দিন নামে একব্যক্তি।

বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সম্মেলন কক্ষে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম তার হাতে লটারির প্রথম পুরস্কারের চেক দেন। 

ইমাম উদ্দিন নামে ওই ব্যক্তি চকবাজারে আমানিয়া হোটেলে গত ২০ জুন সকালে ৭৯ টাকার নাস্তা করেন এবং ভ্যাট বাবদ ৫.৯৩ টাকা ইএফডিতে দিয়েছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, গত পাঁচ মাস ধরে ভ্যাট প্রদানকারীদের পুরস্কারের ঘোষণা দেওয়া হলেও এবারই প্রথম আমরা প্রথম পুরস্কার বিজয়ীর দাবিদার পেয়েছি। এর আগে অনেকে পুরস্কার পেলেও প্রথম পুরস্কার দাবিদার না পাওয়ায় এটি দেওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, জনগণ যাতে সহজেই ভ্যাট দিতে পারেন সেজন্য আমার ইএফডিএমএস সিস্টেমের মাধ্যমে ভ্যাট নেওয়া শুরু করেছি। ইতোমধ্যেই আমরা নন এসি দোকানের ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ভ্যাটের পরিবর্তে ৫ শতাংশ এবং এসি প্রতিষ্ঠানের ১৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ ভ্যাট নির্ধারণ করা হয়েছে।

গত জুলাই ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) চালানের ৬ষ্ঠ লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ইস্যু করা চালানের ওপর এ লটারি অনুষ্ঠিত হয়। 

ইএফডি লটারিতে প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত নম্বর- 002321DZGMXFP548। দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত নম্বর 001321CVOFOZT665 এবং তৃতীয় পুরস্কারপ্রাপ্ত নম্বরগুলো হলো- 001921JNABZNQ243, 002621DIGFEHC133, 0013211TTHZKB786 003521PYXNFTS125 এবং 002421KTTHKYQ064।

আরএম/এসএম