ভ্যাট আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন চালু করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০১৯ সালের ২৫ আগস্ট ইএফডি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। লক্ষ্য ছিল চলতি বছরের জুনের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানে ১০ হাজার ইএফডি ও এসডিসি মেশিন স্থাপন করা। তবে জুলাই মাস পেরিয়ে গেলেও মাত্র তিন হাজার ৩৯৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি বসানো সম্ভব হয়েছে। বাকি ৬ হাজার ৬০৭টি মেশিন নির্ধারিত সময়ের মধ্যে বসাতে পারেনি এনবিআর।

এনবিআরের দাবি, করোনার সংক্রমণ রোধে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এছাড়া বর্তমান বাস্তবতায় মাঠ পর্যায়ে কার্যক্রম ব্যাহত হয়েছে। যে কারণে লক্ষ্য পূরণ হয়নি।

জানতে চাইলে এনবিআর সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও আইটি) আব্দুল মান্নান শিকদার বলেন, সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধ ও করোনা সংকটের কারণে এনবিআর লক্ষ্য পূরণ করতে পারেনি। এটি আমাদের পরীক্ষামূলক কার্যক্রম ছিল। তবে এটি চলমান প্রক্রিয়া। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এনবিআর সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ আগস্ট এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ডিজিটাল পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে ইএফডি’র উদ্বোধন করেন। তখন প্রাথমিকভাবে ১০০টি মেশিন বসানো হয়। উদ্বোধনের পর প্রথম পর্যায়ে ১১৭টি, দ্বিতীয় পর্যায় এক হাজার ৬১টি, তৃতীয় পর্যায় ২৯৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ও এসডিসি মেশিন বসানো হয়েছিল। এনবিআরের পরিকল্পনা ছিল ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে তিন হাজার, মার্চ মাসের চার হাজার এবং জুনের মধ্যে ১০ হাজার ইএফডি ও এসডিসি মেশিন স্থাপন করা।

ইএফডি নিয়ে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ভ্যাটের অনিয়ম বন্ধ করতেই ইএফডি। ইএফডি ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাজস্ব আহরণ ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে। ফলে কথিত হয়রানি দূর হবে ও রাজস্ব আহরণের ব্যয় ও ব্যবসায়িক খরচ কমবে। কর পরিহারের সুযোগ থাকবেন না। রাজস্ব আদায়ে গতি আসার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান অটোমেশনের আওতায় আসবে।

ইএফডি একটি আধুনিক হিসাবযন্ত্র। এটি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টারের (ইসিআর) উন্নত সংস্করণ। এ যন্ত্র বসানো হলে প্রতিষ্ঠানের প্রকৃত লেনদেন বা বিক্রির তথ্য জানতে পারবে এনবিআর। এর মধ্যে কত অংশ ভ্যাট তা জানা যাবে। ফলে ফাঁকি বন্ধ হবে এবং আদায় বাড়বে। ব্যবসা প্রতিষ্ঠানের দৈনিক লেনদেনের তথ্য তদারকিতে রাজস্ব বোর্ডের সার্ভারের সঙ্গে সফটওয়্যারের মাধ্যমে সংযুক্ত থাকবে ইএফডি মেশিন। সার্ভার ইতোমধ্যে স্থাপন করা হয়েছে।

মূলত হোটেল, রেস্তোরাঁ, ডিপার্টমেন্টাল স্টোরসহ সেবা খাতের লেনদেনের তথ্য সংরক্ষণের মাধ্যমে ভ্যাটের হালনাগাদ তথ্য পেতে ইএফডি মেশিন বসানো হচ্ছে। ২৫টি সেবা খাতে ইএফডি ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া। ব্যবসায়ীদের এ মেশিন ব্যবহারে উৎসাহিত করতে প্রথম পর্যায়ে বিনামূল্যে দেওয়া হচ্ছে। 

এনবিআর গত অর্থবছরে ইএফডি চালুর প্রক্রিয়া শুরু করে। এর আগে ২০০৮ সালে পরীক্ষামূলকভাবে ইসিআর মেশিন ব্যবহার করা হয়। তবে তা সফল হয়নি। এরপর ইএফডি মেশিন বসানোর পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ চলছে। এক লাখ মেশিন কেনার নীতিগত অনুমোদনও দেওয়া হয় ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। 

আরএম/এসএসএইচ