আবারও উৎপাদন শুরু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রায় আড়াই মাস উৎপাদন বন্ধ থাকার পর ১০ ফেব্রুয়ারি থেকে আবার উৎপাদন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে এরই মধ্যে কোম্পানির কারখানার গ্যাস লাইন সংস্কারের কাজ শেষ করেছে।

রোববার (৩১জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানির গ্যাস লাইনের ত্রুটির কারণে গত নভেম্বর থেকে উৎপাদন বন্ধ ছিল। কোম্পানিটি দুই দফায় কারখানা সাময়িক বন্ধের ঘোষণা দেয়।

প্রথম দফায় গত ২ নভেম্ববর থেকে ৪৫ দিন কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর গত ২০ ডিসেম্বর থেকে আরও ৩০ দিন বা ১ মাস কারখানা বন্ধের সময় বাড়ানো হয়।

১৯৯৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটির চলতি অর্বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর ২০২০-ডিসেম্বর ২০২০) শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৩ পয়সা। আর গত ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ২৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার নিট প্রতি সম্পদ (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৫০ পয়সা।

প্রায় ৩০০ কোটি টাকা ঋণে থাকা কোম্পানিটি সর্বশেষ ২০১৫ সালে শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। রোববার কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৯ টাকায়।

এমআই/এনএফ