বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সিএম লাইসেন্স না নিয়ে অবৈধভাবে নির্মাণ সামগ্রী পণ্য- ইট (ক্লে ব্রিকস) তৈরি, বিতরণ, বাজারজাত ও সরবরাহ করার অপরাধে দুটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে।

প্র‌তিষ্ঠানগু‌লো হ‌লো- ঢাকা লাকী (হোম) ব্রিকস ও মেসার্স মার্ক ব্রিকস। তা‌দের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

আজ (মঙ্গলবার) রাজধানীর অদূরে ধামরাই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআই এ জরিমানা করে। একই সঙ্গে বিএসটিআই আইন, ২০১৮- অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান। এ সময় প্রসিকিউটিং অফিসার হিসেবে অংশ নেন ফিল্ড অফিসার মো. আসিফ খান।

এসআই/এনএফ