সূচকের নিম্নমুখী প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
বীমা কোম্পানির শেয়ারের দাম বাড়ার মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। তবে ব্যাংক ও বস্ত্রখাতসহ বাকি সব খাতের শেয়ারের দাম কমেছে। ফলে সূচকের নিম্নমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হচ্ছে।
মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত দেখা গেছে, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২০১ কোটি ৪ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২০৫ কোটি ৩৭ লাখ টাকা।
বিজ্ঞাপন
বেলা এগারটা পর্যন্ত ডিএসইতে ৩২১টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।
তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৭৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৭ পয়েন্ট, ডিএস-৩০ সূচক কমেছে ১৭ পয়েন্ট।
বিজ্ঞাপন
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেন হয়েছে ৬ কোটি ৭২ লাখ টাকার। সিএসইর প্রধান সূচক ১২৬ পয়েন্ট কমে ১৬ হাজার ১৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ৪৪টির, অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম।
এমআই/এইচকে