ইএফডি লটারির পুরস্কার পেলেন যারা
এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত ইএফডি লটারির ড্র /ছবি- ঢাকা পোস্ট
দেশে প্রথমবারের মতো ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিনের মাধ্যমে ভ্যাট প্রদানকারীদের পুরস্কারের জন্য লটারি অনুষ্ঠিত হলো। ১০১ ভ্যাটদাতাকে নির্বাচিত করা হয়। লটারিতে প্রথম পুরস্কারের নির্বাচিত নম্বর হচ্ছে- 002221GEMMWAK039।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ইএফডি লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত নম্বর-001820SPXYAOH781 এবং তৃতীয় পুরস্কারপ্রাপ্ত নম্বরগুলো হলো- 002120DXEDECM637, 00821FSCBXOM039, 000121QTFUAPX752, 000021HEFLEHY957 ও 002821CUJXPDM679। এছাড়াও আরো ৯৪ জন ভ্যাটদাতা পাচ্ছেন এই পুরস্কার।
পুরস্কারপ্রাপ্ত ১০১ জনের তালিকা
বিজ্ঞাপন
একজন ভ্যাটদাতা সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার পাবেন। দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা। এছাড়া ৯৪ জন ভ্যাটদাতা পাচ্ছেন ১০ হাজার টাকা করে। ১ জানুয়ারি হতে ৩১ জানুয়ারি পর্যন্ত ইস্যুকৃত ইএফডি চালানের ওপর ওই লটারি অনুষ্ঠিত হয়।
এর আগে গতকাল লটারির মাধ্যমে প্রাপ্ত পুরস্কারে টাকাকে আয়কর মুক্ত রাখার আদেশ জারি করলো এনবিআর। ভ্যাট আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইএফডি মেশিন চালু করে এনবিআর।
ইএফডি হলো আধুনিক হিসাবযন্ত্র। এটি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টারের (ইসিআর) উন্নত সংস্করণ। এ যন্ত্র বসানো হলে প্রতিষ্ঠানের প্রকৃত লেনদেন বা বিক্রির তথ্য জানতে পারবে এনবিআর। এর মধ্যে কত অংশ ভ্যাট তা জানা যাবে। ফলে ভ্যাট ফাঁকি বন্ধ হবে ও আদায় বাড়বে।
ব্যবসা প্রতিষ্ঠানের দৈনিক লেনদেনের তথ্য তদারকিতে রাজস্ব বোর্ডের সার্ভারের সঙ্গে সফটওয়্যারের মাধ্যমে সংযুক্ত থাকবে ইএফডি মেশিন। ইতোমধ্যে সার্ভার স্থাপন করা হয়েছে।
২০১৯ সালের ২৫ আগস্ট এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ডিজিটাল পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে ইএফডি উদ্বোধন করেন। প্রাথমিকভাবে ১০০ মেশিন বসানো হয়।
আরএম/ওএফ