ই-জেনারেশনের আইপিওতে ৪১ গুণ আবেদন
সংগৃহীত ছবি
ই-জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রয়োজনের চেয়ে প্রায় ৪১ গুণ বেশি আবেদন জমা পড়েছে। কোম্পানিটি অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহের বিপরীতে বিনিয়োগকারীদের মধ্য থেকে ৪০ দশমিক ৭৬ গুণ আবেদন জমা পড়ে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলনের লক্ষ্যে গত ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত বিনিয়োগকারীদের আবেদন জমা নেওয়া হয়। তাতে দেখা গেছে, ১৫ কোটি টাকার বিপরীতে ৬১১ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার টাকার আবেদন জমা পড়েছে। যা কোম্পানিটির চাহিদার চেয়ে ৪০ দশমিক ৭৬ গুণ আবেদন।
বিজ্ঞাপন
কোম্পানির তথ্য মতে, এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৪৬৫ কোটি ৬০ লাখ টাকার আবেদন জমা পড়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে ১৬ কোটি ১১ লাখ ৪০ হাজার টাকা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ১১ কোটি ৫২ লাখ টাকার এবং যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে ৭২ কোটি ৯ লাখ টাকার আবেদন জমা পড়েছে।
পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য গত বছর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় কোম্পানিটিকে অনুমোদন দেওয়া হয়। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানির বাণিজ্যিক স্পেস কেনা, লোন পরিশোধ, ডিজিটাল হেলথকেয়ার প্লাটফর্ম উন্নয়ন এবং আইপিও খরচ বাবদ ব্যয় করা হবে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
বিজ্ঞাপন
৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) রয়েছে ২০ টাকা ৫৬ পয়সা।
এমআই/এমএইচএস