দেশের পুঁজিবাজারে পুনরায় চার কোম্পানি আসছে। এগুলো হলো- মুন্নু ফেব্রিক্স লিমিটিড, তামিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড ও পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

ব্যবসায়িক উন্নতির কারণে দীর্ঘদিন ধরে ওটিসি মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলোকে মূল মার্কেটে লেনদেনের সম্মতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ওটিসি মার্কেটে লেনদেনকৃত চার কোম্পানির ব্যবসায়িক উন্নতির কারণে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে লেনদেনের সম্মতি দেওয়া হয়েছে। এছাড়াও কমিশনের বিবিধ ধারার সঙ্গে সংগতিপূর্ণ পদক্ষেপ নেওয়ায় কতিপয় শর্ত সাপেক্ষে তাদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর কতিপয় প্রবিধান ও সিকিউরিটিজ আইনের শর্ত থেকে অব্যাহতি দিয়ে রি-লিস্টিং প্রক্রিয়ার মাধ্যমে তাদের এ সুযোগ দেওয়া হয়। 

ফলে নতুন বছরের শুরুতেই ওটিসি মার্কেট থেকে আরও চারটি কোম্পানি মূল মার্কেটে আসছে। এর আগের গত বছর রহিমা ফুডকে ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে ফিরে আনে বিএসইসি।

এমআই/ওএফ