মার্কেন্টাইল ব্যাংকের লোগো

ফ্যাক্টর চেইন ইন্টারন্যাশনালের (এফসিআই) সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। এতে করে ৯০টির বেশি দেশে এফসিআই-এর ৪০০ সদস্যের মাধ্যমে ব্যাংকের বিদ্যমান এবং সম্ভাব্য গ্রাহকদের রফতানি ও আমদানি ফ্যাক্টরিং সেবা প্রদান করতে পারবে দেশের বেসরকারি এ ব্যাংক।

সম্প্রতি এফসিআই সেক্রেটারি জেনারেল পিটার মুলরয় স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংককে খবরটি নিশ্চিত করা হয়।

শ‌নিবার (১২ ডিসেম্বর) মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে‌ছে।

ওপেন অ্যাকাউন্ট ট্রেডের মাধ্যমে রফতানিকৃত পণ্যের ফ্যাক্টরিং এবং ফিন্যান্সিংয়ের জন্য গ্লোবাল প্রতিনিধি সংস্থা হিসেবে এফসিআই-এর সুনাম রয়েছে।

পিটার মুলরয় মার্কেন্টাইল ব্যাংককে এফসিআইয়ের প্রতিনিধি হিসেবে স্বাগত জানিয়ে বলেন, ‘আন্তর্জাতিক ফ্যাক্টরিংয়ের প্রবৃদ্ধিতে মার্কেন্টাইল ব্যাংক তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।’

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী এফসিআইয়ের সহযোগী সদস্য হওয়াকে ব্যাংকের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, ‘এফসিআই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্লোবাল ফ্যাক্টরিং মার্কেট ব্যাবহার করে আমরা ওপেন অ্যাকাউন্টের অধীনে রফতানিকারক গ্রাহকদের উদ্ভাবনী সমাধান দিতে সক্ষম হব।’

এসআই/এফআর