চেয়ারম্যান পদে মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী ও সম্পাদক পদে মোহাম্মদ মোক্তার হোসেন নির্বাচিত হয়েছেন

বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতির নির্বাচনে চেয়ারম্যান পদে উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং সম্পাদক পদে মোহাম্মদ মোক্তার হোসেন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) সমিতির পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে (২০২১-২০২৪) সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে ব্যাংকের অরাজনৈতিক সংগঠন হলুদ দল। এ দল থেকে ১২টি পদের মধ্যে চেয়ারম্যান ও সম্পাদকসহ ৭টি পদে জয়লাভ করে, অন্যদিকে একটি ভাইস-চেয়ারম্যান ও একটি সহ-সম্পাদক পদসহ তিনটি ডাইরেক্টর পদে জয়ী হয়েছে নীল দল।

নির্বাচনে বিজয়ীরা হলেন- চেয়ারম্যান পদে প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান পদে মতিঝিল অফিসের যুগ্ম ব্যবস্থাপক মোহাম্মদ হোসেন ও প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ফয়েজ আহমদ, সম্পাদক পদে প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন, সহ-সম্পাদক পদে প্রধান কার্যালয়ের যুগ্ম-পরিচালক আসাদুজ্জামান খান তানিন ও মো. আরিফুল ইসলাম, ডাইরেক্টর পদে প্রধান কার্যালয়ের অফিসার মিঠুন দাস, সহকারী পরিচালক মো. তরিকুল ইসলাম, যুগ্ম পরিচালক জুলেখা নুসরাত, উপ-পরিচালক শাহআলম কাজী, মতিঝিল অফিসের উপ-ব্যবস্থাপক আবদুল্লাহীল বাকী সরকার এবং যুগ্ম-ব্যবস্থাপক আবুল বাশার আব্দুল ওয়াহীদ খান নির্বাচিত হয়েছেন ।

বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতি জাতীয় পর্যায়ে তিনটি স্বর্ণ পদক এবং দুইবার শ্রেষ্ঠ করদাতার পুরস্কার অর্জন করে, যার সদস্য সংখ্যা প্রায় ছয় হাজার। সমিতির সদস্যদের আস্থার প্রতীক হিসেবে মন জয় এবং দেশসেরা হওয়ার গৌরব অর্জন করতে  পেরেছে বলে মন্তব্য করেছেন সমিতির বর্তমান চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম ও টানা ৩য় বারে মতো সম্পাদকের দায়িত্বপালনকারী রজব আলী।

এদিকে, নবনির্বাচিত কমিটির হলুদ দলের বিজয়ী সদস্যদের নিয়ে মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় হলুদ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসআই/এইচকে