বাংলাদেশ ব্যাংক/ ফাইল ছবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত ৪৬টি নন-লাইফ ইন্সুরেন্স কোম্পানির ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক ড. মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এ তথ্য চাওয়া হয়েছে।

আগামী ৭ জানুয়ারির মধ্যে কোম্পানিগুলোর ব্যাংক হিসাবের তথ্য জানাতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্সুরেন্স, সিটি জেনারেল, কন্টিনেন্টাল, ক্রিস্টাল, দেশ জেনারেল, ঢাকা, ইস্টার্ন ইন্সুরেন্স, ইস্টল্যান্ড, এক্সপ্রেস, ফেডারেল, গ্লোবাল, গ্রীণ ডেল্টা, জনতা ও ইসলামী কমার্শিয়াল ইনসুরেন্স লিমিটেডসহ ৪৬টি কোম্পানির তথ্য চাওয়া হয়েছে।

এমআই/এসআরএস