শেয়ার প্রতি ১২ পয়সা করে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাট্টালি টেক্সটাইল লিমিটেডের। প্রতিষ্ঠানটির সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় এই মুনাফা বেড়েছে।

বুধবার (১৬মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২১ সালের শেষ তিন (সেপ্টেম্বর থেকে ডিসেম্বর) মাসে কাট্টালির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৯ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ২৭ পয়সা। সেই হিসেবে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের তুলনায় ২০২১ সালের একই সময়ে মুনাফা বেড়েছে ১২ পয়সা।

আর তাতে ২০২১ সালের শেষ ছয় মাস অর্থাৎ কোম্পানিটির জুলাই থেকে ডিসেম্বর সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৬ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ৬৩ পয়সা। অর্থাৎ দুই প্রান্তিকে ২৩ পয়সা করে মুনাফা বেড়েছে কাট্টালি টেক্সটাইলের শেয়ারের।

তাতে ২০১৮ সালে তালিকাভুক্ত এই কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৫৬ পয়সা। কোম্পানিটি গত ৩০ জুন ২০২১ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগের বছরও শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

এমআই/জেডএস