সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ মার্চ) দেশের পুঁজিবাজারে চলছে লেনদেন। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ৩৫ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।

তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সময়ে ডিএসইতে ৩৬২টি প্রতিষ্ঠানের মোট ৪ কোটি ৯৬ লাখ ৭৮ হাজার ৮৯২টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ৬১ পয়েন্ট, আর ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ১ দশমিক ০৬ পয়েন্ট। তাতে প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ১৭১ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার টাকা। 

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৮৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৫ কোটি ১৯ লাখ ৩১ হাজার ৯৬৫ টাকার শেয়ারের।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ৫৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এমআই/জেডএস