মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি)। ২০২১ সালের তুলনায় ২০২২ সালের প্রথম প্রান্তিকে ২ পয়সা শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে কোম্পানিটির।

জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২২ সমাপ্ত বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে। বৃহস্পতিবার (৩০ জুন) যা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

১৯৮৯ সালে তালিকাভুক্ত এই কোম্পানিটি ২০২২ সালের জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ৭১ পয়সা। যা ২০২১ সালের একই সময়ে দেখিয়েছিল ৬৯ পয়সা। 

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দেখিয়েছে ২০ টাকা ২৫ পয়সা।

২০২১ সালে কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তার আগের বছর ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। বুধবার (২৯ জুন) কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৪৫ টাকা ১০ পয়সা।

এমআই/জেডএস